বিড়ম্বিত জীবন

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

রনেন দাশ mishuk
  • ১৪
  • ৮১
পলাশ বনে আবীর রঙে রঙ লাগলো,
শিমুল গুলো ফুটে উঠল তেমনি করে,
এমনি সময়ে আমরা ছিলাম একসাথে,
গা ভাসিয়ে চলছিলেম সময়ের স্রোতে ।।
জীবনের প্রত্যেকটি রঙে রাঙাছিল মন,
হারিয়ে যেতে ছিল না বাঁধা যখন তখন,
কখনো বা বনে বাঁদাড়ে, কখনো বা পাহাড়ে,
কখনো বা চায়ের কাপে, কখনো সাগরে,
স্রোতের ঢেউয়ে এমনি করেই চলছিল দিনগুলো,
দুর আকাশে উড়ছিল সেই মেঘগুলো ।।

তারপর একদিন ……..
সেদিন অনির্বাণের হাতে ছিল,
রক্ত রঙে আাঁকা পোষ্টার ।
তাতে ছিল তীব্র ভাষায় প্রতিবাদ,
ছিল বাংলার জয়গান ।
মুখে তার তুবড়ি ছুটছিল কথায় কথায়,
বিক্ষুব্ধ জনতার কাছে এ যেন কোন সম্মোহন শক্তি,
আমরা শুনছিলাম, গায়ে কাঁটা দিয়ে উঠছিল ।

কী যে হলো সালামের হৃদয়ে!
কী যেন ছুঁলো জব্বারকে!
কে যেন চাপটি মেরে জাগালো বরকতকে!
আমি শুধু শুনলাম সম্মোহিতের মত,
আমার কোন ভাবান্তর হলো না ।

ওরা ছুটল বেশ কিছুদিন কোন আকর্ষণে,
চষে বেরাল সারা বাংলাদেশের এখানে সেখানে,
আমি দেখলেই পালাতাম- ভয়ে, অস্থিরতায়,
কেন যেন কোনভাবেই পারলাম না!
শুধু একরাশ দীর্ঘশ্বাস ছিল বুক জুড়ে!
নিঃস্ব আমি ভাবতাম সেই দিনগুলো ।।

কিছুদিন পর ……
ওরা আবার ছুটল, তবে এবার মিছিলে!
আমি ছাদে দাঁড়িয়ে দেখছিলাম,
কেমন করে ফুলে উঠেছিল গলার স্বর,
কেমন করে রোষান্বিত হলো ওরা!- সব, সব ।।
হঠাৎ চলল গুলি …
আমি দেখলাম ওরা পড়ে গেল ।
আমি দেখলাম, ওদের গায়ের উপর চলল বুটের ছাপ!
আমি ছুটে গেলাম ঘরে,
কাঁদলাম, কাঁদলাম আর ভাবলাম,
আমার সাহস ছিল না কেন?

১৯ বছর পর …..
এল ৭১, এল সেই পলাশের দিনগুলো,
আমি আবার হাঁটলাম পথে, ঘুরলাম পাহাড়ে
ততদিনে ওদের অস্তিত্ব আমি ভুলেছিলাম ।
সেই দুঃসহ দিনগুলো আমাকে আর কাঁদাতো না!

এল মার্চ … এল ২৫ তারিখ
আবার আমি যেন ফিরে এলাম ’৫২ তে
আবার তাদের পেলাম জনতার স্রোতে,
তবে এবার আমার সিদ্ধান্ত ছিল সঠিক ।
তাই রাইফেল হাতে চললাম,
এক বুক রক্ত সাগরে ভাসলাম দীর্ঘ সময়,
আমি ছুটে চললাম যেন পৃথিবীর পথে
কত রক্ত, কত লাশ বয়ে বেড়ালাম, ফেলে এলাম ।

তারপর আবার একদিন …
বারুদের গন্ধ, গুলির আওয়াজ বন্ধ হয়ে গেল
সূরযের রঙে রাঙানো পতাকা হাতে এলো ।
ফিরে চললাম গাঁয়ে আবার গড়তে দিন,
ধন, ধান্যে, ফুলে ফসলে করতে নানা বর্ণে রঙীন!
অগণিত রাস্তা পার হয়ে আমি চললাম ।

৪০ বছর পর …….
এখনো আমার দেশের পথ ভাঙা,
সূরযের রঙে রাঙা পতাকা কিছুটা ফিকে,
আমি রাস্তায় চলি, ফুটপাতে থাকি, ডাস্টবিনে খাই!
সেদিনের স্বপ্নটা ?
না! না! সে তো কল্পনা, সে তো মরীচিকা,
রাস্তায় চলে পতাকা সমেত গাড়ীবহর,
সেদিনের শত্রু তাতে আরাম করে বসে!
চাকায় দলিত হয় অগণিত পাথর
আমার কাছে তা মনে হয়,
ত্রিশ লক্ষ মানুষের মাথার খুলি!
গণ কবর হতে, বধ্যভূমি হতে যেন উঠে আসা,
যেন প্রতিবাদের দ্বিতীয় সত্তায় তারা ভাস্বর!

আবার ফিরে এলো ফাল্গুন,
আবার সেই পলাশের বনে লাগলো আগুন,
আবার শিমুল ঝরল ।
আবার সেই রক্ত রাঙা পোষ্টার,
এ প্রজন্মের সালাম, জব্বার, বরকতের হাতে –

আমি আবার স্বপ্ন দেখি,
বিচার হবে –
আমার কাপুরুষতার, আমার জাতির,
অগণিত যোদ্ধার, অগণিত শহীদের – বিচার হবে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিলাঞ্জনা নীল খুব সুন্দর কবিতা........ ভেতরের অনুভুতিটা দারুন!
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১২
মাহবুব খান অনেক কথা বুকে আছে বলছে কবিতা ,ভালো লাগলো
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
মাহ্ফুজা নাহার তুলি ভালো কবিতা .....মনে হলো কবিতার মধ্য দিয়ে কয়েক দিন পার করলাম......
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল করীম ভাই, দীর্ঘ কবিতা বাদ দিয়ে ছোট ফরম্যাটে নিয়ে আসেন, এম্নিতেই কবিতার পাঠক কম......আর ভালো লিখেন আপ্নি.........পারবেনও আশা করি......
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
ম্যারিনা নাসরিন সীমা গল্প কবিতায় স্বাগতম ! কবিতা বড় হলেও পড়ে আনন্দ পেলাম ! ভালো লাগল ।
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১২
খন্দকার আনিসুর রহমান জ্যোতি সেদিনের শত্রু তাতে আরাম করে বসে! চাকায় দলিত হয় অগণিত পাথর আমার কাছে তা মনে হয়, ত্রিশ লক্ষ মানুষের মাথার খুলি! // তুলনা হীন উপমা। কবিতার দীর্ঘসূত্রিতা থাকা সত্বেও অসাধারণ কবিতাটিকে পছন্দে রাখতেই হল। রনেন দাশ আপনাকে অশেষ ধন্যবাদ......
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১২
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১২
sakil আবেগ আর ভাষার বর্ণনা মিলিয়ে অনন্য সুন্দর কবিতা । বেশ ভাল হয়েছে ।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১২
ভাইয়া আমাকে চিনতে পারছেন? আমি রেড ক্রিসেন্ট সরকারী সিটি কলেজ ইউনিটের সদস্য এবং সাবেক সাংষ্কৃতিক বিভাগীয় প্রধান। আমার সাথে আপনার ইউনিটে দেখা হয়েছিল।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১২
তির্থক আহসান রুবেল আপনাকে আমার লাল সালাম.....
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১২
অনেক ধন্যবাদ ভাই। আপনাদের এত ভালবাসা আমার মাথা খারাপ করে দিচ্ছে।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১২
রোদের ছায়া পুরো ইতিহাস কবিতায় পেলাম ''ত্রিশ লক্ষ্য মাথার খুলি ! গণ কবর হতে, বধ্যভূমি হতে যেন উঠে আসা, যেন প্রতিবাদের দ্বিতীয় সত্তায় তারা ভাস্বর !'' কপি হয়না তাই লিখে নিলাম এই লাইন গুলো , খুব ভালো লাগলো
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১২
রনেন দাশ mishuk সবা্ইকে আমার লেখার উপর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ছোট ছোট মন্তব্যগুলো আমার জীবনের পথের সবচেয়ে বড় অবলম্বন।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১২

১৭ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪